১৫ ঘণ্টা পর ফ্লাইট, মেলেনি ভিসা, নানা শঙ্কায় বাফুফে

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে। যুদ্ধ পরিস্থিতির জন্য ফিলিস্তিনের হোম ম্যাচ কুয়েতে অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সৌদি সময় দুপুর ১২ টায় বাংলাদেশ দলের কুয়েত ফ্লাইট। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের কুয়েত ভিসা মেলেনি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফুটবল ফেডারেশনই সফরকারী দেশের ভিসার কাজ সম্পন্ন করে থাকে। সেই মোতাবেক বাফুফে বাংলাদেশ দলের তালিকা অনেক আগেই কুয়েত ফুটবল ফেডারেশনকে পাঠিয়েছে। এরপরও ভিসা নিয়ে বেশ ভোগান্তির মধ্যে পড়েছে বাংলাদেশ।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসনে তুষার বলেন, আমরা এক মাস আগেই কুয়েত ফেডারেশনকে তালিকা দিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আগামীকাল সৌদি সময় আমাদের ফ্লাইট এটা তারা অবগত। কুয়েত ফেডারেশনের সাধারণ সম্পাদক কুয়েত সময় রাত ৯টার (বাংলাদেশ সময় রাত ১২ টা) দিকে ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে। আজ না পেলে বড় সংকটের মধ্যে পড়ব।

আরও পড়ুনঃ   থুশারার হ্যাটট্রিকে ধুঁকছে বাংলাদেশ

আজ রাতের মধ্যে ভিসা না পেলে বাংলাদেশ দল অনেক বিড়ম্বনায় পড়বে। শেষ মুহূর্তে টিকিট বাতিল করলে অর্থদণ্ডি পড়বে। আর্থিক ক্ষতির চেয়েও বড় বিষয় একই সঙ্গে ৩৫ জনের অধিক টিকিট একই ফ্লাইটে পাওয়া। টিকিটের জটিলতার পাশাপাশি রয়েছে আবাসন ইস্যুও। আগামীকাল বিকেলে কুয়েতে পৌঁছানোর কথা ফলে কুয়েতে হোটেল বুকিং করা রয়েছে। ফিফা-এএফসি ম্যাচের তিন দিন আগে সফরকারী দলের ব্যবস্থাপনা করে। সেই হিসেবে আগামীকাল কুয়েত না পৌঁছালে বাংলাদেশ দলের বুকিং করা হোটেলের অর্থও গচ্চা যাবে। অন্য দিকে বাফুফে ভিসা জটিলতার বিষয় ভেবে ইতোমধ্যে সৌদি আরবকে আরো এক দিন থাকা ও অনুশীলনের ব্যাপারে অবহিত করেছে।

আরও পড়ুনঃ   এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

ভিসা-আবাসন সমস্যা অবশ্য নতুন নয় বাংলাদেশ ফুটবলে। বছর দুই আগে ভ্যাকসিন জটিলতায় বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া সফর বাতিল হয়েছিল। আবাসন জটিলতায় সৌদি আরব সফর পিছিয়েছিল বাংলাদেশের। আগের বিশ্বকাপ প্রাক বাছাইয়ে লাওসের বিপক্ষে খেলায় ভিসা নিয়ে জটিলতা হয়েছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ দল ভিসা পেয়েছিল।

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বাংলাদেশ সৌদি আরবে অবস্থান করছে ২ মার্চ থেকে। সৌদি আরবে দুই সপ্তাহের বেশি অনুশীলনে সুদানের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ।