থুশারার হ্যাটট্রিকে ধুঁকছে বাংলাদেশ







অনলাইন ডেস্ক : সিরিজ নির্ধারনী ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে লঙ্কান পেসার নুয়ান থুশারার বোলিং তোপে ধুঁকছে টাইগার ব্যাটাররা। নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক করেছেন এই লঙ্কান পেসার।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সৈকতসহ যেসব আম্পায়ার থাকছেন বিশ্বকাপে

১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করা লিটন দাসকে আউট করেন লঙ্কান স্পিনার ধানাঞ্জায়া ডি সিলভা।

এরপর ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক্ম করেন থুশারা। এই লঙ্কান পেসারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন থুশারা।

আরও পড়ুনঃ   মাঝরাস্তায় মেসির সঙ্গে সেলফি, বিশ্বাস হচ্ছে না ভক্তের

এরপর দলীয় ২৪ রানে ১০ বলে ১১ রান করা সৌম্যকে আউট করেন থুশারা। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।