বাঘায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোহাঃ আসলাম আলী : রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী (১০৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত হারেজ আলীর পুত্র। কর্ম জীবনে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হায়দার আলী জেলা পরিষদের ডাক বাংলোর কেয়ারটেকার ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৫ টায় নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন । তিনি দীর্ঘদিন প্যারালাইসিসসহ নানা দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে যোহরের পরে বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু ,ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম, উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জনাব আলী, , বাঘা পৌর আওয়ামী লীগ নেতা মামুন হোসেনসহ থানা-পুলিশ।