থিতু হয়েও ইনিংস বড় করতে পারলে না সাকিব

অনলাইন ডেস্ক : মুমিনুল হক ফেরার পর লিটন দাসকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন সাকিব আল হাসান। দুই ব্যাটারই থিতু হয়েছিলেন। খোলস ছেড়ে হাত খুলে খেলতে শুরু করেছিলেন সাকিব। তার ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছিল দল। তব থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটার।

আরও পড়ুনঃ   মুস্তাফিজের ফেরার ম্যাচে জয়ের ধারায় ফিরলো চেন্নাই

ইনিংসের ৫০তম ওভারে বোলিংয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে পরে বের হয়ে যাওয়ার সময় পয়েন্টে খেলতে চেয়েছিলেন সাকিব, তবে আউটসাইড এডজে বল চলে যায় গালিতে থাকা ফিল্ডারের কাছে। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৩৬ রান করেছেন সাকিব।

আরও পড়ুনঃ   ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ৩১৭ রান। হাতে আছে ৫ উইকেট।