বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপন করা হয়। ২৫শে মার্চ সোমবার সন্ধ্যা ৭:৩০টায় মোমবাতি প্রজ্জলন শেষে এক মিনিট নিরবতা পালন এবং রাত ১০.৩০ মিনিটে ১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভানো হয়। ২৬শে মার্চ মঙ্গলবার ভোর ৬:৩৫ টায় জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন পরবর্তী এক ঘন্টা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পিএ সিস্টেম/সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার, ব্যানার টানানো, সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাজশাহীর ভূবনমোহন পার্ক চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয় এবং দিন শেষে আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে আলোকসজ্জ¦ার ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   নগরীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার. জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি একইভাবে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপন করা হয়।