ম্যাচ হেরে প্রতিপক্ষ ফুটবলারদের পেটাল সমর্থকরা

অনলাইন ডেস্ক : তুরস্কের ক্লাব ফুটবলে কিছুদিন আগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার ঘটনায় ম্যাচ বন্ধ হয়ে যায়। এমনকি দেশটির ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় তুরস্কের শীর্ষ ফুটবল লিগটিকে। আবারও মাঠে ঢুকে ফুটবলারদের মারধরের ঘটনা ঘটেছে লিগটিতে। নির্ধারিত সময় শেষে ত্রাবজনস্পোরকে ৩-২ গোলে হারায় ফেনেরবাচে। এরপরই স্বাগতিক ত্রাবজনস্পোরের সমর্থকরা হামলা চালায় ম্যাচজয়ী ফুটবলারদের ওপর।

এ ঘটনায় ১২ জনকে আটক করেছে তুর্কি পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএফপি। মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যায় প্রতিরোধ করতে গিয়ে হামলাকারী সমর্থকদেরও ঘুষি ও লাথি মারছেন ফেনেরবাচে ফুটবলাররা। একপর্যায়ে এক সমর্থক কর্নারে থাকা ফ্লাগ তুলে নিয়ে ফেনেরবাচের খেলোয়াড়কে শাসাতে থাকেন। আরেকজন এসে ঘুষি বসিয়ে দেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের মুখে।

আরও পড়ুনঃ   আইপিএলের জন্য মুস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

গতকাল (রোববার) তুরস্কের সুপার লিগের ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজতেই এই ঘটনা ঘটে। ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন। তুরস্কের ফুটবল ফেডারেশন এ ঘটনাকে ‘মেনে নেওয়ার মতো নয়’ বলে উল্লেখ করেছে। তবে তুরস্কের ফুটবলে চলতি মৌসুমে এমন ঘটনা প্রথম নয়। গত ডিসেম্বরে আঙ্কারাগুকু ও রিজেস্পোর ম্যাচে রেফারি উমুত মেলেরকে মাঠে আক্রমণের পর এক সপ্তাহ লিগ স্থগিত ছিল। ওই ঘটনায় হামলাকারী আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজাকে গ্রেপ্তারও করা হয়।

এর আগে ২০১৬ সালে ত্রাবজনস্পোরের এক সমর্থক রেফারিকে আক্রমণ করায় ম্যাচ বাতিল করা হয়েছিল। ২০১৫ সালে রিজে শহর থেকে ফেনেরবাচের বাস বিমানবন্দরে যাওয়ার পথে এক বন্দুকধারীর আক্রমণের শিকার হয়। ২০১৪ সালে সমর্থকেরা মাঠে নানা জিনিস ছুড়ে মারা কারণে ফেনেরবাচে ও ত্রাবজনস্পোরের ম্যাচ বিরতির সময় স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ   ‘লর্ড’ শান্ত এখন কিং শান্ত

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন ঘটনাকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তুর্কি ফুটবল কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন ফিফা সভাপতি।

ম্যাচটিতে ওই ঘটনা ঘটে যখন ৮৭ মিনিটে বাতশুয়াইয়ের গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয়ে ফেনেরবাচের। আর এই জয়ের ফলে তুরস্কের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতার শীর্ষে থাকা গ্যালাতাসারের চেয়ে মাত্র দুই পয়েন্টে ব্যবধান কমিয়ে এনেছে দলটি। এর মাধ্যমে ইস্তাম্বুল শহরের ক্লাবটির সঙ্গে লড়াই দারুণ জমে উঠেছে ফেনেরবাচের। ম্যাচটিতে পরাজিত ত্রাবজনস্পোর আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে, ক্লাবটি ২০২২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।