আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আরএমপি সদর দপ্তরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৮ মার্চ ২০২৪) সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ থেকে শাহীন বহিষ্কার, আরও ৩ সদস্যকে শোকজড্

মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয় ও আহত ব্যক্তিদের কিভাবে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা যায় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের সহযোগিতায় নিখোঁজ শিশু উদ্ধার

এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মহানগর পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। উক্ত মহড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।