রাসিক মেয়রের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম (আরওজেএফ) রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (০৬ মে)য ৪ টায় নগর ভবনের মেয়রের দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় রাসিক মেয়র মহোদয় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ   আরএমপি পুলিশ লাইন্স ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন কমিশনার

সাক্ষাৎকালে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি মো. ফায়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, সহ সভাপতি সৌমেন্দ্রনাথ মন্ডল, রাজন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পাভেল ইসলাম মিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ আলী মৃদুল, দপ্তর সম্পাদক নাইম আলী, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব মৃধা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল পারভেজ, কার্যনির্বাহী সদস্য মো: আল আমিন, সাঈদ হাসান পিন্টু,সদস্য নূর জামাল ইসলাম,এসএইচ সালমান, জয় খ্রীষ্টফার বিশ্বাস, এনসার খান রাজ্জাক, আসিকুর রহমান আসিক প্রমুখ উপস্থিত ছিলেন।