বাগমারার গরীব ও দুঃস্থরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন

হেলাল উদ্দীন বাগমারা : রাজশাহীর বাগমারার গরীব ও দুঃস্থরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়েছেন। উপজেলার ১৮ হাজার ৮০২জনকে এই উপহার দেওয়া হয়েছে।

শনিবার একযোগে উপহারের চাল তাঁদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা জানান, উপজেলার ১৬ ইউনিয়নের নয় হাজার ৫৬১জন ও দুই পৌরসভার নয় হাজার ২৪১জনকে উপহারের ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। একজন করে সরকারি কর্মকর্তার তদারকিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে গরীব ও দুঃস্থদের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। তাঁদের ভালোভাবে ঈদ করার জন্য প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন বিএনপি’র নেতা চাঁদ

উপহারের চাল পাওয়া গুলজান বেওয়া বলেন, চাল পাওয়াতে ঈদের সময় খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। খোঁজ নিয়ে জানা যায়, এবার সঠিক দুঃস্থদের খোঁজ খবর নিয়ে তাঁদের নাম উপহারের তালিকাভূক্ত করা হয়েছে। পরে তাঁদের নির্বাচিত করে উপহার দেওয়া হয়।

আরও পড়ুনঃ   আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,মালামাল উদ্ধার

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, প্রধানমন্ত্রীর উপহার সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় কাজটি সম্পূর্ণ করা হয়েছে।